আজকের এই লেখায় এশিয়া মহাদেশের দেশগুলোর নাম এবং তা কিভাবে মনে রাখা যায় তা নিয়ে আলোচনা করবো। পুরো লেখাটি পড়ে ফেলুন। আশা করি কাজে লাগবে।
এশিয়া (Asia) মহাদেশ আয়তনে পৃথিবীর সবচেয়ে বৃহৎ মহাদেশ। এই মহাদেশের আয়তন ৪ কোটি ৫০ লক্ষ ৩৬ হাজার ৪৯২ বর্গকিলোমিটার। পৃথিবীর স্থলভাগের প্রায় এক তৃতীয়াংশের কাছাকাছি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত।
এই মহাদেশ ১০° দক্ষিণ অক্ষরেখা থেকে ৮০° উত্তর অক্ষরেখা এবং ২৫° পূর্ব দ্রাঘিমারেখা থেকে ১৭০° পশ্চিম দ্রাঘিমারেখা (১৮০° পূর্ব দ্রাঘিমারেখা অতিক্রম করে আরো ১০° দ্রাঘিমারেখা) পর্যন্ত বিস্তৃত। এশিয়া মহাদেশ এর প্রায় মধ্যভাগ দিয়ে ৯০° পূর্ব দ্রাঘিমারেখা অতিক্রম করেছে।
যদিও এশিয়া মহাদেশের সাথে ও ইউরোপ মহাদেশের সীমানা এক সাথে মিলেছে , এশিয়া মহাদেশ এবং ইউরোপ মহাদেশে একসঙ্গে ইউরেশিয়াও বলা হয়। আসুন এখন এশিয়া মহাদেশে কয়টি দেশ রয়েছে সে সম্পর্কে আলোচনা করা যাক!
এই লেখায় যা যা আছে
এশিয়া মহাদেশের দেশগুলোর নাম

এশিয়া মহাদেশটি মোট ৫০টি দেশ নিয়ে গঠিত। এশিয়া মহাদেশের দেশগুলোর নাম তালিকা হিসেবে নিচে দেওয়া হলোঃ
১. আফগানিস্তান
২. আর্মেনিয়া
৩. আজারবাইজান
৪. বাহরাইন
৫. বাংলাদেশ
৬. ভুটান
৭. ব্রুনেই
৮. কম্বোডিয়া
৯. চীন
১০. সাইপ্রাস
১১. জর্জিয়া
১২. ভারত
১৩. জাপান
১৪. জর্ডান
১৫. ইন্দোনেশিয়া
১৬. ইরান
১৭. ইস্রায়েল
১৮. কাজাখস্তান
২৯. ইরাক
২০. কুয়েত
২১. কিরগিজস্তান
২২. লাওস
২৩. লেবানন
২৪. মালয়েশিয়া
২৫. মালদ্বীপ
২6. মঙ্গোলিয়া
২৭. মায়ানমার
২৮. নেপাল
2৯. উত্তর কোরিয়া
৩০. ওমান
৩১. পাকিস্তান
৩২. প্যালেস্টাইন
৩৩. ফিলিপিন্স
৩৪. কাতার
৩৫. রাশিয়া
৩৬. সৌদি আরব
৩৭. সিঙ্গাপুর
৩৮. দক্ষিণ কোরিয়া
৩৯. শ্রীলংকা
৪০. সিরিয়া
৪১. তাইওয়ান
৪২. তাজিকিস্তান
৪৩. থাইল্যান্ড
৪৪. টিমোর লেস্টে
৪৫. তুরস্ক
৪৬. তুর্কমেনিস্তান
৪৭. সংযুক্ত আরব আমিরাত (UAE)
৪৮. উজবেকিস্তান
৪৯. ভিয়েতনাম
৫০. ইয়েমেন
এশিয়া মহাদেশের দেশগুলোর নাম মনে রাখার কৌশল

যেহেতু এশিয়া মহাদেশের অনেক গুলো দেশ তাই মনে রাখতে আমাদের অসুবিধা হয়। কিন্তু আমরা যদি এশিয়া মহাদেশের দেশগুলোর নাম মনে রাখার কৌশল স্বরূপ কিছু ছোট ভাগ করে দেশ গুলোর নাম পড়ি তাহলে খুব সহজেই আমাদের তা স্মরনে থাকবে।
অথবা আমার যদি ইংলিশ এলফাবেট অনুযায়ী এশিয়া মহাদেশের দেশগুলোর নাম মনে রাখার চেষ্টা করি তাহলে খুব সহজেই তা আমাদের মনে থাকবে।
পূর্ব এশিয়া দেশগুলোর নাম
- তাইওয়ান
- চীন
- উত্তর কোরিয়া
- দক্ষিণ কোরিয়া
- মঙ্গোলিয়া
- জাপান
এই ছয়টি দেশ মনে রাখবার জন্য এই কৌশল প্রয়োগ করা যেতে পারেঃ তালেতে চীনি দিয়ে উত্তর দক্ষিণ কোরিয়া হয়ে মঙ্গোলিয়ার দেশ জাপান এ যাবো।
পশ্চিম এশিয়া দেশগুলোর নাম
- আর্মেনিয়া
- আজারবাইজান
- বাহারিন
- ইরান
- ইরাক
- ইজরায়েল
- জর্ডন
- কুয়েত
- লেবানন
- ওমান
- ফিলিস্তিন
- কাতার
- সৌদি আরব
- সিরিয়া
- তুরস্ক
- সংযুক্ত আরব
- ইয়েমেন
৪ টি আনরিকগনাইজড দেশ
- Abkhazia
- Artsakh
- Northern Cyprus
- South Ossetia
উত্তর এশিয়া দেশগুলোর নাম
- রাশিয়া
দক্ষিণ এশিয়া দেশগুলোর নাম
- মালদ্বীপ
- ভূটান
- আফগানিস্তান
- ভারত
- শ্রীলঙ্কা
- বাংলাদেশ
- নেপাল
- পাকিস্তান
SAARC বা South Asian Association for Regional Cooperation বা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা ভূক্ত আটটি দেশের নাম মনে রাখার উপায়ঃ MBA IS BPN ডাক্তার
MBA শব্দের দ্বারা আমরা এই তিনটি দেশের নাম মনে রাখবোঃ
- মালদ্বীপ
- ভূটান
- আফগানিস্তান
IS দ্বারাঃ
- ভারত
- শ্রীলঙ্কা
BPN শব্দের মাধ্যমে আমরা এই তিনটি দেশের নাম মনে রাখবোঃ
- বাংলাদেশ
- নেপাল
- পাকিস্তান
দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলোর নাম
- মালেশিয়া
- থাইল্যান্ড
- ভিয়েতনাম
- ফিলিপাইন
- ইন্দোনেশিয়া
- লাওস
- মায়ানমার
- ব্রুনেই
- কম্বোডিয়া
- সিঙ্গাপুর
- পূর্ব তিমুর
অ্যাসিয়ান (ASEAN) বা Association of South East Asian Nations এর ভূক্ত দশটি দেশ মনে রাখার উপায়ঃ MTV এর FILM দেখলে BSC পাস করা যায়
MTV শব্দের দ্বারা আমরা এই ৩ টিদেশের নাম মনে রাখবোঃ
M – মালেশিয়া
T- থাইল্যান্ড
V – ভিয়েতনাম
তেমনি আবার FILM শব্দের দ্বারা আমরা এই ৪ টি দেশের নাম মনে রাখবোঃ
P – ফিলিপাইন
I – ইন্দোনেশিয়া
L – লাওস
M- মায়ানমার
শেষ তিনটি দেশের নাম মনে রাখবো BSC শব্দের দ্বারা
B – ব্রুনেই
C – কম্বোডিয়া
S – সিঙ্গাপুর
মধ্য এশিয়া দেশগুলোর নাম
- কাজাকিস্তান
- কিরগিজস্তান
- তাজাকিস্তান
- তুর্কমেনিস্তান
- উজবেকিস্তান
আমাদের আরো ব্লগ পড়ুন